কুচলিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনু প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে কুচলিবাড়ি থানার পুলিশ। ধৃত মহিলা শিল্পী খাতুন (২৮), বাংলাদেশের নওগাঁও জেলার বাসিন্দা। তাঁর প্রেমিক ইব্রাহিম মিঞা (২৫) মালদার কালিয়াচকের বাসিন্দা। দু’জনেই বিবাহিত হলেও সামাজিক মাধ্যমে পরিচয়ের পর তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তাঁরা বিয়েও করেছেন বলে দাবি।