Basanti, South Twenty Four Parganas | Aug 30, 2025
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাঘের আক্রমণে মৃত্যু হয় যেসব পুরুষের তাদের স্ত্রীদের পরিচিত হন ব্যাঘ্র বিধবা বা বাঘ বিধবা নামে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সেভ টাইগার এফেক্টেড ফ্যামিলি স্টাপ সুন্দরবনের বিভিন্ন দিক থেকে শত শত বাঘ বিধবা মহিলারা ও মায়েরা এবং বাঘে আক্রান্ত মৎস্যজীবীরা আসবেন এই অনুষ্টানে,তাই সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজ অর্থাৎ শনিবার বিকেল ৩ টা নাগাদ একটি কর্মসূচির আয়োজন হয় বাসন্তীর চম্পা মহিলা সোসাইটিতে ।