বিজেপির উত্তর জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে এক সুবিশাল বিক্ষোভ র্যালি সংগঠিত হয়। ৩১শে আগস্ট রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে এই বিক্ষোভ র্যালিটি সংগঠিত হয়। এই র্যালি পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্য্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালী দীঘীর পাড়স্থিত নেতাজী মূর্তির পাদদেশে এক পথসভার মাধ্যমে এটির সমাপ্তি হয়। এতে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদব লাল দেবনাথ, বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস।