Deganga, North Twenty Four Parganas | Aug 26, 2025
নগদ টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠল একটা ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামের ঘটনা। সোমবার বেলা ১১ টা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নমিতা দত্ত নামে এক গৃহবধূ। নমিতার দাবি এক বছর আগে স্থানীয় রামনাথপুর গ্রামের বাসিন্দা আব্বাস নামে এক ব্যক্তি নমিতার কাছ থেকে শারীরিক অসুস্থতার কথা বলে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু সেই টাকা সে আর ফেরত দেয়নি। বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরতের বিষয়টি এড়িয়ে যায়