আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা শাসকের এবং পুলিশ কমিশনারের নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আগামী কাল রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১৭ সালে বর্ধমান জেলাকে ভাগ করে দুটি জেলায় বিভক্ত করেন একটি পশ্চিম বর্ধমান জেলা আরেকটি পূর্ব বর্ধমান জেলা। দুই জেলা ভাগ হওয়ার পরই আসানসোলে নির্মিত ADDA কার্যালয়ে একটি একটি অংশে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক কার্যালয় করা হয়। জেলা শাসকের নিজস্ব কার্যালয় ছিল না। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কার্যালয় করা হয় বার্নপুর