আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বেশ খানিকটা বেড়ে যাবে। মঙ্গলবার বজবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবারেও দক্ষিণবঙ্গে কমবেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তুলনামূলভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা। আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।