বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে এবার সরব জাতীয় বাংলা পরিষদ। শনিবার বিকেলে টালিগঞ্জের মহানায়ক উত্তর কুমার মেট্রো স্টেশনের সামনে থেকে এদিন মিছিল সংগঠিত করেন বাঙালি দের পক্ষ আন্দোলনরত এই সংগঠন। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের নেতৃত্বে এদিন মিছিল সংগঠিত করা হয়। মিছিল টালিগঞ্জে হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডে হয়ে রাস বিহারী মোড়ে গিয়ে শেষ হয়।