গতকাল নাথোয়া হাটে পথ দুর্ঘটনায় মৃত দুই কিশোরের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিল পুলিশ, ঘটনায় শোকের ছায়া। মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত(১৬), পার্থ রায় (১৫)। তাদের দুজনের বাড়ি নাথোয়া হাট বাজার সংলগ্ন এলাকায়,দুর্গা পুজোর আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় একটি চার চাকার ছোট লরি দ্রুত গতিতে এসে নাথোয়া হাট বাজার সংলগ্ন এলাকায় তিনজন কিশোরকে ধাক্কা মেরে পালিয়ে যায়।