পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হবিবপুর ব্লক প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরবেলা রাজ্য প্রকল্পের অধীনে ইমপ্রুভমেন্ট অফ লাইভলি হুড থ্রু পিগ ফার্মিং ২০২৫-২০২৬ এর আওতায় ১০ জন উপভোক্তাকে ২টি করে তিন মাস এবং তার বেশি বয়সী মোট ২০টি শুকর ছানা, প্রদান করা হয়। এর পাশাপাশি ২২ কেজি করে শুকরের খাবার এবং শুকর গুলোর ইন্সুরেন্স করে দেওয়া হয়। এই শুকরগুলো হল ঘুঙরু জাতের,এরা বছরে দুবার করে বাচ্চা দিতে পারে।