বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের বামুনডিহাতে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়ল মানুষের ভিড়। বৃহস্পতিবার বামুনডিহা হাইস্কুলে আয়োজিত হয় এই ক্যাম্প। এলাকার সমস্যা জানাতে ও সরকারি প্রকল্পে আবেদনের জন্য এদিন ব্যাপক ভিড় হল মানুষের। স্থানীয়দের কাছ থেকে এলাকার উন্নয়নের বিষয়ে পরামর্শ গ্ৰহণ করেন ব্লক ও গ্ৰাম পঞ্চায়েতের আধিকারিকরা। এদিন দুপুর নাগাদ ক্যাম্প পরিদর্শনে আসেন বিনপুর 2 ব্লকের বিডিও ।