রোয়া ধানের জমিতে মঙ্গলবার দুপুরে দিনের বেলায় চাষীর চোখের সামনেই নষ্ট করল ধান চাষ। রামলাল নামের দাঁতাল হাতিটি এই তাণ্ডব চালিয়েছে দীর্ঘক্ষণ। বেশ কিছুটা জমির চাষ নষ্ট হয়েছে। ওই এলাকায় পরে আরো ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। হাতিটিকে এলাকার ছাড়া করার আবেদন বনদপ্তরের কাছে গ্রামবাসীদের।