পুজোর থিম নারীশক্তি। এই ভাবনাকেই সামনে রেখে এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের নজর কাড়তে চাইছেন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী ডাঙ্গাপাড়া বিপ্লব স্মৃতি সংঘের উদ্যোক্তারা। এবছর তাদের পুজো পদার্পণ করেছে ৭৭তম বর্ষে।মণ্ডপ সেজে উঠছে নারীশক্তির বিভিন্ন রূপে, আর মণ্ডপজুড়ে থাকছে নারীদের অগ্রগতির জয়গাথা। পুজো উপলক্ষে থাকছে মেলার আয়োজন, সেই সঙ্গে কটা দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।