পূর্ব মেদিনীপুর জেলার ধারিন্দা দহরপুর দুর্গোৎসব কমিটির আয়োজনে দুর্গা পূজার দশমীতে ঢাকের বাদ্য নিয়ে শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখে শেষ হলো ক্লাবের দুর্গ পুজো |সিঁদুর খেলার আগে মায়েরা দুর্গা মাকে সিন্দুর দিয়ে বরণ করে নেন তারপরে মহিলারা একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন |তারপরেই মায়ের নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয় |