জমিতে ঘাস মারার কীটনাশক দেওয়ার সময় নেশার ঝুঁকে ঘাস মারার কীটনাশক পান করে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নারায়ণ সিং (৬০) ওরফে নারান। তাঁর বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের লাউপাড়া গ্রামে। পেশায় তিনি দিনমজুর । সোমবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে।