বুধবার রাত ৭ঃ১৫ মিনিট নাগাদ আগরতলা দিকে যাওয়ার সময় একটি কন্টেনার গাড়ি হাওয়াই বাড়ি এলাকায় আসতেই একটি গাছের সঙ্গে লেগে গাড়ি থেকে কন্টেনার খুলে জাতীয় সড়কে পড়ে যায়। এর ফলে রাস্তার দু'পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে যায়।তেঃমুড়াSDPOপান্নালাল সেন খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে ড্রজার এনে জাতীয় সড়ক মুক্ত করে রাত ৭ঃ৪৫ মিনিট নাগাদ এবং যান চলাচল স্বাভাবিক হয়।