বালুরঘাটে রবিবার অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি, পোস্টম্যান এমপিএসএ এবং আইজিডিএসইউ–এর যৌথ সম্মেলন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩০০ প্রতিনিধি এদিনের এই সম্মেলনে অংশ নেন। ডাক কর্মীদের একাধিক দাবি-দাওয়া ঘিরেই এদিনের আলোচনা কেন্দ্রিত হয়।