যুবরাজনগর মঙ্গলখালী জামে মসজিদে Global Inter Faith Pledge Weekend to End Child Marriage। সংস্থা BITAN-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় নেতা, সংগঠনের প্রতিনিধি, সামাজিক কর্মী ও স্থানীয় মানুষ বাল্যবিবাহ রোধে শপথ নেন। আয়োজকরা জানিয়েছেন, উত্তর ত্রিপুরা থেকে শুরু হলেও এ উদ্যোগ ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে বিস্তৃত হবে। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ গ্রামীণ ও প্রান্তিক এলাকায় সচেতনতা বাড়িয়ে বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।