রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকেও চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি।বুধবার সাঁতুড়ি ব্লকের মুরাড্ডি গ্রাম পঞ্চায়েতের মুরুলিয়া এস কে এমে এই কর্মসূচিতে মুরাড্ডি গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে এই সভা করা হয়। সাঁতুড়ি ব্লকের বিডিও পার্থ দাস জানান ,এদিনের সভায় তিনটি বুথের গ্রামবাসীদের কাছ থেকে উন্নয়নের একাধিক কাজ উঠে আসে। সে গুলি লিপিবদ্ধ করা হয়েছে।