বিএসএফের নিশ্চিত নিরাপত্তা এড়িয়ে তিনবিঘা করিডোর দিয়ে ভারতে প্রবেশ করলো দুই বাংলাদেশী যুবক। কোচবিহার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান তিনবিঘা করিডোর। সেই করিডোরের সাহায্যে ভারতের মূল ভূখন্ডের উপর দিয়ে যাতায়াত করে বাংলাদেশিরা। স্পর্শ কাতর এই এলাকার গুরত্ব বুঝেই সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে বিএসএফ কর্তব্যরত থাকে। সেই সঙ্গে ট্রাফিক সামলানোর জন্য রাজ্য পুলিশের একজন কর্মী সেখানে কর্তব্যরত থাকে। এককথায় পুরো তিনবিঘা করিডোর বিএসএফের নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে