এবার অবিরাম বৃষ্টিপাতের ফলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক গবাদি পশুর। আহত হয়েছে আরও একটি গবাদি পশুর। সিমলাপাল গ্রামের হরিন্টুরি গ্রামে গতকাল মাঝ রাতে বৃষ্টিপাতের ফলে হঠাৎ একটি মাটির দেয়াল হুড়মুড়িয়ে পরে এবং একটি গবাদি পশু মারা যায়।টানা বৃষ্টিপাতের ফলে হামেশাই হরিণ্টুরি গ্রামে মাটির দেওয়াল ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী।