পূর্ব মেদিনীপুর জেলায় আজ পালিত হল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ দিবস |এই উদ্দেশ্যে পুলিশ ও সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রীতিপূর্ণ ফুটবল খেলার আয়োজন করা হয় |পুরনোদি জেলা পুলিশ সুপার ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ একাদশ এই খেলায় ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় |দুটি দলকে ট্রফি তুলে দেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝে |