পুরুলিয়ার বোরো সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মন্ডপে ফুটে উঠেছে কেদারনাথ ।সোমবার বিকেল ৫ টা নাগাদ মন্ডপ পরিদশন করা হয়। এবারে বাইশ বছরে পা রাখল এই পুজো। থিম রয়েছে বরফের পাহাড়ের মাঝে কেদারনাথের মন্দির। এই পুজো একেবারে গ্রামীণ এলাকার পুজো,এখানে পুজো দেখতে ভিড় জমান বহু দূর দূরান্তের মানুষজন।