দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারীতে ১২৭নং বুথের তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন কুমিরমারী GP পঞ্চায়েত সদস্য পূর্ণিমা মন্ডল,উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য সুচিত্রা মন্ডল সহ বুথের নেতৃত্বরা।মূলত এই বুথে তৃণমূলের সাংগঠনিক ভীতকে শক্তিশালী মজবুত করতে এই বৈঠক করা হয় শনিবার বিকালে।