বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের আলতা দীঘি এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সাকলা মারডি নামে এক ব্যক্তির দেহ। পরিবারের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে বালুরঘাটে পাঠায়। দুপুর ১টা নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।