Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 27, 2025
দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের অশোক এভিনিউ খ্যাতনামা অভিযান ক্লাব এ বছর তাদের কালীপুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করল। গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে ঢাকের বাজনা ও বৈদিক মন্ত্রচ্চারণের মধ্য দিয়ে ক্লাবের কালীপুজোর খুঁটি পূজা সম্পন্ন হয় বুধবার দুপুর একটায়। উপস্থিত ছিলেন তথা ক্লাব সভাপতি নিখিল নায়েক সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন সভাপতি নিখিল নায়েক জানান পঞ্চাশ তম বর্ষে পা দেওয়ার গৌরবময় মুহূর্তে এবারের পূজোয় থাকবে আরও বেশি আরম্বর পূর্ণ।