টোটো ধাক্কাই আহত হয় এক সাইকেল চালক। এরপর আহত ওই সাইকেল চালককে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত ওই সাইকেল চালকের নাম বজেন সরকার। আনুমানিক বয়স ৬৫ বছর। বাড়ি গাজোলের রামকৃষ্ণ পল্লী গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গাজোলের ধর্মতলা সংলগ্ন সড়কে ।সোমবার বেলা একটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সাইকেল চালক এবং টোটো চালক গাজোলের দিক থেকে কদু বাড়ির অভিমুখে যাওয়ার সময় টোটো চালক বেপরোয়া ভাবে