গত ২ তারিখ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর মানবিক পরিকল্পনা ‘পাড়ায় সমাধান’। প্রতিটি বুথকে উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচি। যদিও শুরু থেকেই বিরোধী দলগুলো— বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম— পরিকল্পনাটির সমালোচনায় সরব হয়েছে। তবে শুক্রবার ভিন্ন ছবি ধরা পড়ল মুর্শিদাবাদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। সেখানে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি কাউন্সিলর নয়না দাস মন্ডল।