হুগলির ধনিয়াখালি বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ ঘুরে দেখলেন বিধায়ক। আজ বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ সুত্রের খবর এদিন ধনিয়াখালীর বিধায়ক অসীমাপত্র ধনিয়াখালি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালবোনা পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও তালবোনা নবকিশোর সংঘের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপ গিয়ে উপস্থিত হলেন। বিধাকে দিন এই সমস্ত পূজা মন্ডপগুলি ঘুরে দেখলেন কথা বললেন পুজো কমিটির,,