শনিবার দিনভর আলিপুরদুয়ার -১ ব্লকের মধ্য পাটকাপাড়া গ্রামে দিনভর শোরগোল ছিল এক ICDS সেন্টারে তালা দেওয়া নিয়ে।অভিযোগ ওই এলাকায় যাদের জমিতে icds সেন্টার তৈরি হয়েছে তাদের চাকরি দেওয়া হয়নি।চাকরির দাবিতে আইসিডিএস কর্মীদের সেন্টারের ভিতরেও আটকে রাখা হয়।তবে কিছুক্ষন পর তাদের ছেড়ে দেওয়া হয়।অন্যদিকে ওই সেন্টারে নতুন কাজে যোগ দেওয়া সহায়িকাকেও কাজে বাঁধা দেওয়া হয় স্থানীয়দের পক্ষ থেকে।