**সাগরপাড়া হাই স্কুল ময়দানে YSA পরিচালিত ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে সাগরপাড়া চেন্নাই ডিসির দুরন্ত জয়* মুর্শিদাবাদের সাগরপাড়া হাই স্কুল ময়দানে চলছে YSA আয়োজিত ৮ দলীয় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট। বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি হয় ডোমকল আতাউর রহমান একাদশ ও সাগরপাড়া চেন্নাই ডিসি। প্রথম থেকেই দুই দলের মধ্যে জমজমাট খেলা দেখা যায়। তবে শেষ পর্যন্ত ধারাবাহিক আক্রমণ ও সুনির্দিষ্ট