মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। এই ক্যাম্প শুরু হয় বেলা দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ,প্রথম পর্যায়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হওয়ার পর, দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়। দুয়ারের সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেওয়া হয়।