বস্তি উচ্ছেদ করতে নাজিরের বিরুদ্ধে লাগাতার নির্যাতনের অভিযোগ,আদালতের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ একাধিক পরিবারের।ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে আরামবাগ মহকুমা আদালত চত্বরে।তাঁদের দাবি,আন্দিমহল এলাকায় প্রায় ৭০বছরেও বেশি সময় ধরে বসবাস করছেন তারা।অনেকের কাছে নিজস্ব কাগজ আছে।অভিযোগ,তার পরেও তাঁদের উচ্ছাদ করার চেষ্টা করছেন আদালতের নাজির বাবু।প্রতিবাদে এদিন মিছিল করে এসে আদালতের সামনে অবরোধ করে বিক্ষোভে বসেন।যদিও এনিয়ে নাজির বাবু প্রতিক্রিয়া দেননি।