রোগীকে বাঁচাতে সাপকে ধরে নিয়ে পরিবারের লোকজন চলে এলো হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে কালাচ সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বশির খান (৫০) মন্তেশ্বর থানার তুললো গ্রামে তার বাড়ি।জানা গেছে আজ সোমবার ভোররাত ৩:৪০মিঃ মশারির ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় ডোমনাচিতি যা কালাচ সাপ কামড়ায়। সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে ও সঙ্গে সাপটিকে সঙ্গে নিয়ে Bmch নিয়ে চলে আসলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়