Deganga, North Twenty Four Parganas | Aug 16, 2025
চাকলাগামী এক পূর্ণার্থীর মোবাইল ফোন নিয়ে চম্পট দিল একটা দুষ্কৃতি। শনিবার সকাল আটটা নাগাদ এ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেলিয়াঘাটা বাজারে একটি জলছত্রে। শনিবার সকালে সাড়ে নটা নাগাদ দেগঙ্গার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পূর্ণার্থী। জানা গেছে ওই পূর্ণার্থী কলকাতা থেকে টাকি রোড ধরে পায়ে হেঁটে চাকলায় লোকনাথ থামে যাচ্ছিলেন। পথে সকাল সাতটা নাগাদ দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে একটি জলছত্রে তিনি বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘুমিয়ে পড়েন। পরে আটটা নাগাদ উঠে