বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের, মৃত যুবকের নাম মহম্মদ লালবর সেখ, বাড়ি হরিহরপাড়ার খিদিরপুরে, পরিবার সূত্রে খবর সোমবার বিকেলে কাটাবাগান এলাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন লালবর, পরে স্থানীয়রা উদ্ধার করেMMC&H-এ নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে, তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে