দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে জাব্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইরানের উদ্দেশ্যে রওনা দিল মালদার মিষ্টি কর্মকার। সোমবার সকাল আনুমানিক সাতটা নাগাদ ট্রেনে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিষ্টি। সেখান থেকে বিমানে চেপে ইরানে পৌঁছাবে সে। ইংরেজ বাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিষ্টি। এদিন তার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাতে মালদা রেলস্টেশনে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা। সর্বতোভাবে তার পাশে দাঁড়ানোর আশ্বাস তার সাফল্য কামনা করেন তিনি।