জরাবাড়িতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক 28 আগস্ট পালন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঐতিহাসিক 28 আগস্ট পালনের মধ্য দিয়ে জিসিপিএ কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন দলের সুপ্রিমো বংশীবদন বর্মন। এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জিসিপিএ কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল বর্মন ছাড়া অন্যান্য নেতৃত্ব। আরো জানা যায় এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মী সমর্থকদের ঐতিহাসিক 28 আগস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বংশীবদন বর্মন।