বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল রবীন্দ্র সংগীত সন্ধ্যা। ৮ই সেপ্টেম্বর সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে আগরতলার রামধনু সাংস্কৃতিক সংস্থা,ধর্মনগর সংগীত শিল্পী মহল ও ধর্মনগর নৃত্য শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তথ্য ও সংস্কৃতি দপ্তর ও ধর্মনগর পুর পরিষদ।