This browser does not support the video element.
ধর্মনগর: অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থেকে 700 বোতল কফসিরাফ-সহ আটক গাড়ি চালক
Dharmanagar, North Tripura | Aug 29, 2025
অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টে গুয়াহাটি থেকে আগরতলাগামি TR01X-1858 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন স্প্রে মেশিনের ভিতর থেকে সাতশ বোতল নেশা জাতিয় কফ সিরাফ উদ্ধার হয়,পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থানার অন্তর্গত ঘামাই বাড়ির বাসিন্দা লরি চালক উৎপল রায়কে পুলিশ আটক করেছে।