দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করা হল আউশগ্রাম-১ ব্লক অফিসে। মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই বৈঠকে অংশ নেয় আউশগ্রাম-১ ব্লকের পাশাপাশি গুসকরা শহরের পুজো উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ অনান্যরা। জানা গিয়েছে, আগামী ১৭ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে পুজোর অনুমতির জন্য আবেদন জানাতে পারবেন পুজো উদ্যোক্তারা।