হাওড়া দাসনগর থানার কাছে হাওড়া আমতা রোডের ওপর বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫ঃ৩০ নাগাদ চলন্ত এক বাইকে আগুন ঘটনাস্থলে দাসনগর ট্রাফিক গার্ড ও সিভিক ভলেন্টিয়ার এর উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট-সার্কিট থেকেই ওই বাইকে আগুন লেগেছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা