Barasat 1, North Twenty Four Parganas | Sep 2, 2025
মধ্যমগ্রামে সোনার দোকানের ভেতরে ঢুকে সোনার চেইন ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী মধ্যমগ্রাম থানার অন্তর্গত আবদালপুর এলাকায় একটি সোনার দোকানে এমনই ঘটনা ঘটলো আজ, জানা গেছে আজ দুপুরে দোকানের সামনে বাইকে করে দুইজন ব্যক্তি আসে, এরপরই একজন ব্যক্তি সোনার দোকানে ভেতরে ঢুকে সোনার চেন দেখতে চায়, হঠাৎ ওই ব্যক্তি ওই সোনার চেইন দেখতে দেখতে সোনার চেইনগুলি ছিনতাই করে বাইকে উঠে চম্পট দেয়। বাইকে থাকা দুই দুষ্কৃতীর মধ্যেই তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।