অবস্থিত ৬৭ ডেসিমল সরকারি জমি যার মূল্য ১ কোটি টাকারও বেশি, বিভিন্ন ভাবে সেই জমি জমি মাফিয়ারা বার বার দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ। এলাকাবাসীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ অন্যান্যরা। খবর পেয়ে পরবর্তী সময়ে শালবনি বিডিও রোমান মন্ডল এবং শালবনি থানার পুলিশ গিয়ে কাজ বন্ধ করে জমি মুক্ত করেন।