কাঁকসার বাঁশকোপা এলাকা থেকে চুরির উদ্যেশ্যে ঘোরাফেরা করার সন্দেহে দুই জনকে গ্রেফতার করলো পুলিশ।দুই জনকে গ্রেফতার করে আজ রাতে কাঁকসা থানায় আনা হয়।পুলিশ সূত্রে জানা গেছে দুই জন কাঁকসার বাঁশকোপায় শিল্প তালুকে নির্জন জায়গায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল।কাঁকসা থানার পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় তাদের দেখতে পেয়ে আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছ থেকে বেশ কিছু লোহার স্ক্র্যাপ পায় পুলিশ।এর পরেই তদের গ্রেফতার করে থানায় আনা হয়।