গোসোবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের তারানগরে বন্ধ ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো মঙ্গলবার দিন সকালে। মৃত দুই প্রেমিক যুগলের নাম সোনালী মন্ডল বয়স ২১ ও সুজিত বারুই বয়স ২৪। স্থানীয় সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার মালঞ্চ থানার বাসরা কালীবাড়ি এলাকার যুবক সুজিত বারুই সে তার মামার বাড়ি গোসাবার তারানগর গ্রামে থাকতো সেখানেই প্রতিবেশী সোনালী মন্ডলের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেছিলো।