দিনহাটা শহরে ঝুড়ি পাড়া মোড় এলাকায় একটি maruti ভ্যানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। সোমবার সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন একটি maruti ভ্যান কলেজ পাড়ার দিক থেকে গোসানির দিকে যাচ্ছিল সেই সময়ই হঠাৎই ওই গাড়িতে ধোঁয়া দেখতে পান গাড়ি চালক। পাশাপাশি আগুনের ফুলকি দেখতে পান আশেপাশে এলাকার বাসিন্দারা। তড়িঘড়ি গাড়