বুধবার দুপুরে চাম্পামোরা H.S স্কুলের প্রাকৃতিক দুর্যোগ উপর মকডিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায়, অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান রঞ্জিত দাস, ফায়ারম্যান সুকান্ত কর্মকার ও সাধন দেবনাথ সহ অন্যান্যরা। এই দিন ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের দেখানো হয় গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটে তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়।