রাজনগরের কুন্ডিরা গ্রামের প্যারা কমান্ডো সুজয় ঘোষ কাশ্মীরের আনন্তনাগে জঙ্গি দমন অভিযানে শহিদ হন। সূত্রের খবর, অপারেশনের সময় থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মাত্র ২৮ বছরের সুজয় গত দেড় বছর ধরে কাশ্মীরে প্যারা কমান্ডো ইউনিটে কর্মরত ছিলেন। শহিদের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমেছে গোটা রাজনগরে। শনিবার তাঁর দেহ রাজনগরে আনা হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে।