বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় নাকা চেকিং এর সময় একটি গাড়িকে তল্লাশি করতে গিয়ে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে প্রায় দুই কেজি ব্রাউন সুগার ছিল। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।