মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু তরুণের। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত তরুণের নাম ভীম হাঁসদা (২৮)। বাড়ি গাজোলের টুঙ্গি এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দুপুর আড়াইটে নাগাদ পুকুরে স্নান করতে যান ভীম। স্নান করতে গিয়ে হঠাৎ জলে তলিয়ে যান তিনি।